কানপুরের এক বাজি বাজারে বিধ্বংসী বিস্ফোরণ

বুধবার উত্তরপ্রদেশের কানপুরের একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণে এক মহিলা-সহ ছয়জন আহত হয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। শহরের মূলগঞ্জ এলাকার মিশ্রি বাজারে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাটি বাজি বাজারের জন্য পরিচিত। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পার্ক করা দু’টি স্কুটার থেকে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে দু’টি স্কুটারই পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের দোকানগুলিতে ব্যাপক ক্ষতি হয়। যুগ্ম পুলিশ কমিশনার আশুতোষ কুমার জানিয়েছেন যে বাসিন্দারা এবং দোকানদাররা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান, যার পরে ধোঁয়া এবং বিস্ফোরণ কেন্দ্রের আশপাশ ধ্বংসাবশেষে ভরে যায়।