কানাডায় চিকিৎসা না পেয়ে মৃত্যু ভারতীয়ের

২২ ডিসেম্বর কাজ করতে করতেই বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রে নানস কমিউনিটি হাসপাতালে। কিন্তু দীর্ঘ সময় হাসপাতালে অপেক্ষা করলেও কোনও চিকিৎসা করা হয়নি তাঁর বলে অভিযোগ। ৪৪ বছরের ভারতীয় বংশোদ্ভুত প্রশান্ত শ্রীকুমারের বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর। শ্রীকুমারে পরিবারের তরফে বলা হয়েছে, তাঁকে হাসপাতালের ইমার্জেন্সিতে কোনও চিকিৎসা ছাড়াই আট ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। যার ফলে কানাডার চিকিৎসা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছন তাঁর বাবা। তখন শ্রীকুমার তাঁকে জানিয়েছিলেন, তাঁর কষ্টে কথা। তার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার জানায়, কোনও সমস্যা নেই। এবং তাঁদের অপেক্ষা করতে বলে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।