কানাডায় বিমান চালানো শেখার সময় মৃত্যু ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের

টরন্টোতে ভারতীয় দূতাবাসের তরফে বুধবার জানানো হয়েছে যে, মঙ্গলবার কানাডায় দু’টি প্রশিক্ষণ বিমানের মাঝে আকাশের সংঘর্ষের ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্র পাইলটও রয়েছেন। মঙ্গলবার সকালে কানাডার দক্ষিণ ম্যানিটোবার স্টেইনবাখ সাউথ বিমানবন্দরের কাছে হার্ভস এয়ার পাইলট স্কুলের রানওয়ে থেকে প্রায় ৪০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলটদের মধ্যে কেরালার বাসিন্দা ২১ বছর বয়সী শ্রীহরি সুকেশ এবং তাঁর সহপাঠী ২০ বছর বয়সী কানাডিয়ান নাগরিক সাভানা মে রয়েস রয়েছেন।

“গভীর দুঃখের সাথে, আমরা একজন তরুণ ভারতীয় ছাত্র পাইলট মিস্টার শ্রীহরি সুকেশের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করছি, যিনি ম্যানিটোবার স্টেইনবাখের কাছে মাঝ আকাশে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। কনস্যুলেট শোকাহত পরিবার, পাইলট প্রশিক্ষণ স্কুল এবং স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করছে যাতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা যায়,” কনস্যুলেট জেনারেল এক্স-এ এক পোস্টে জানিয়েছে।