কিশোর ভারতী স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ

সোমবার সকালে কিশোর ভারতীয় স্টেডিয়ামের পাশ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন সেখানকারই নিরাপত্তারক্ষী। বছর ৩০-এর এই রক্ষীর নাম প্রসেনজিৎ হালদার। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারাই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদি আত্মহত্যাই হয়ে থাকে তাহলে কেন তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও কিছু জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।