কেদারনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার

কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশিতে যাওয়ার সময় একটি হেলিকপ্টার জঙ্গলে ভেঙে পড়ে, যার ফলে সাতজনের মৃত্যু হয়। আর্য এভিয়েশনের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাইলটও ছিলেন। ১০ মিনিটের যাত্রার সময় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি জায়গায় ভেঙে পড়ে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) কর্তৃক জারি করা এক বিবৃতি অনুসারে, ভোর ৫:২০ মিনিটে এই ঘটনা ঘটে, যেখানে সাতজন আরোহী ছিলেন – ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি ২৩ মাস বয়সী শিশু) এবং একজন পাইলট। সকলেরই পুড়ে মৃত্যু হয়। কারণ বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, কেদারনাথ ধাম দর্শন শেষে হেলিকপ্টারটি ফেরার সময়, আবহাওয়ার অবনতি ঘটে। পাইলট সেখান থেকে কপ্টারটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।