কোনও শাস্তি নয় সনু নিগমকে

সনু নিগমের পাশেই দাড়াল উচ্চ আদালত। কর্ণাটকের একটি অনুষ্ঠানে তাঁকে কিন্নর ভাষায় গান গাওয়খর জন্য চাপ দেওয়া হয়। সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। তার কিছুদিন আগেই ঘটে গিয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ড। মানুষের ব্যবহারে অতিষ্ঠ হয়ে তিনি পাল্টা জবাব দিতে গিয়ে পহেলগাঁওয়ের ঘটনার উদাহরণ দায়ে বলেন, “এমন অসহিষ্ণু মানসিকতার জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” যা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং মামলা দায়ের হয় সন্তুর বিরুদ্ধে। তবে বৃহস্পতিবার হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, আগামী শুনানি পর্যন্ত সন্তুর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। প্রয়োজনে তাঁকে ভিডিও কলে জেরা করা হবে অথবা তাঁর কাছে গিয়ে জেরা করবেন তদন্তকারী অফিসাররা।