ক্যালিফোর্নিয়ায় ৩০ বছর বয়সী এক ভারতীয় প্রযুক্তিবিদ তাঁর রুমমেটকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করেছে, বলে খবর। যদিও তাঁর পরিবার বর্ণ বৈষম্যের অভিযোগ এনেছে এবং তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে, পুলিশ জানিয়েছে যে তেলঙ্গানার মাহাবুবনগরের বাসিন্দা মহম্মদ নিজামুদ্দিনকে ৩ সেপ্টেম্বর সান্তা ক্লারায় তাঁর বাসভবনে ছুরি হাতে পাওয়া যাওয়ার পর গুলি করা হয়। তাঁকে তার রুমমেটকে আঘাত করতেও দেখা গিয়েছে, একাধিক ক্ষত পাওয়া গিয়েছে তাঁর শরীরে। পুলিশ জানিয়েছে যে তাঁরা ৯১১ নম্বরে একটি ফোন পান, সেখানেই তাদের জানানো হয় বাড়ির ভেতরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। নিজামুদ্দিন এবং তাঁর রুমমেটের প্রবল ঝগড়ার পরই এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।