খেলতে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

পঞ্জাবের হুইলচেয়ার ক্রিকেটার বিক্রম সিং, লুধিয়ানা থেকে গোয়ালিয়র যাওয়ার সময় ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কর্মকর্তাদের মতে, ৩৯ বছর বয়সী বিক্রম বুধবার সকালে মথুরা জংশনের কাছে মারা যান। তিনি ৫ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া মেমোরিয়াল টি১০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গোয়ালিয়রে যাচ্ছিলেন। ট্রেনটি দিল্লি অতিক্রম করার সময় বিক্রম অস্বস্তির অভিযোগ করেছিলেন। তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং পরে মথুরা জংশনে পৌঁছানোর পর কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করে। বিক্রমের সতীর্থরা সাহায্যের জন্য রেলওয়ে জিআরপি-র সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি বলে অভিযোগ। মথুরায় পৌঁছানোর সময় ট্রেনটি প্রায় ৯০ মিনিট লেট হয়েছিল।