গাড়ি দুর্ঘটনায় কাশ্মীরে মৃত ১০ সেনা

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি সামরিক যান রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে দশজন সেনা সদস্য নিহত এবং আরও দশজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি বুলেটপ্রুফ সামরিক যান, যেটি একটি ক্যাস্পির ছিল, সেটি একটি অভিযানের জন্য যাচ্ছিল। পথে ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি টপ এলাকায় যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ একটি পোস্টে বলেছেন, “ডোডার একটি দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার জীবনহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সৈন্যদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ সর্বদা স্মরণ করব। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।” তিনি আরও বলেন, “এই গভীর দুঃখের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারগুলোর পাশে সংহতি ও সমর্থন নিয়ে দাঁড়িয়েছে। আহত ১০ জন সেনাকে বিমানযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”