গুজরাতে ব্রিজ ভেঙে মৃত অন্তত ৯

ব্রিজ ভেঙে ভদোদরা জেলার মহিসাগর নদীতে পাঁচটি গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং নয়জনকে উদ্ধার করা হয়েছে। ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার পর পাঁচটি গাড়ি – দু’টি ট্রাক, দু’টি ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের এবং তাদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।”