গুরুগ্রামের একটি অভিজাত হাউজিং সোসাইটিতে অভিযুক্তদের একজনের বাবার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে দুই একাদশ শ্রেণির ছাত্র তার সহপাঠীর উপর গুলি চালিয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। আক্রান্তের অবস্থা গুরুতর এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দু’জনকেই আটক করা হয়েছে। শনিবার রাতে সেক্টর ৪৮-এর সেন্ট্রাল পার্ক রিসোর্টে এই ঘটনা ঘটে যখন একজন অভিযুক্ত ১৭ বছর বয়সী তার বাবার ভাড়া করা অ্যাপার্টমেন্টে ডেকে নিয়ে যায় আক্রান্তকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্তরা তাদের আগে ঝগড়ার জের ধরে এই আক্রমণ চালায়। তিন কিশোরই হাউজিং সোসাইটির কাছে একটি স্কুলে পড়ে। সদর থানায় দায়ের করা অভিযোগে, আক্রান্তের মা বলেছেন যে প্রধান অভিযুক্ত, যার বাবার পিস্তল ব্যবহার করা হয়েছিল, ফোন করে তাঁর ছেলেকে তার সঙ্গে দেখা করতে বলে। আক্রান্ত প্রথমে যেতে চায়নি কিন্তু অনেক পীড়াপীড়ি করার পরে যেতে রাজি হয়। অভিযুক্ত আক্রান্তের বাড়িতে তাকে নিতে গিয়েছিল।