রবিবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। মধ্য কলকাতার একটি নার্সিংহোমে এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। যা খবর তাতে, বেশ কয়েকদিন ধরেই স্নায়ুর সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন তিনি। রবিবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। গত ৩০ এপ্রিল আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ। সেদিনও তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিনই পেসমেকার বসানো হয়। সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু রবিবার দুপুরে বাড়িতেই ফের অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। বুকে ব্যথা অনুভব করেন বলে জানান পরিবারের সদস্যরা। ডিমেনশিয়ায়ও ভুগছেন বলে জানা গিয়েছেন। কিছুটা অসংলগ্ন কথাও নাকি বলছিলেন বলে জানা গিয়েছে।