ঘড়ি দেখেই শনাক্ত অজিত পাওয়ারকে

বুধবার সকালে পুনেতে একটি বিমান ভেঙে পড়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। দিল্লি-ভিত্তিক ভিএসআর ভেঞ্চার্সের মালিকানাধীন লিয়ারজেট ৪৬ বিমানটি মুম্বই থেকে ওড়ার ৩৫ মিনিট পর সকাল ৮:৪৫ মিনিটে ভেঙে পড়ে এবং তাতে আগুন লেগে যায়। নিহতদের মধ্যে ছিলেন পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী এবং দু’জন ক্রু সদস্য (প্রধান পাইলট ও ফার্স্ট অফিসার)। জানা গিয়েছে, বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। সূত্রমতে, পাওয়ারের হাতের ঘড়ি দেখে তাঁর মৃতদেহ শনাক্ত করা হয়। কাকতালীয়ভাবে, এনসিপি-র আনুষ্ঠানিক নির্বাচনী প্রতীক হলো একটি ঘড়ি।