পরিকল্পনা মতই মঙ্গলবার বিধানসভায় শপথ নিলেন রাজ্যের চার নতুন নির্বাচিত বিধায়ক। তাঁদের শপথবাক্য পড়ালেন ডেপুটি স্পিকার। কিছুদিন আগেই উপনির্বাচন জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেসের চার নেতা। তাঁরা হলেন খড়দহ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, দিনহাটা থেকে উদয়ন গুহ, গোসাবা থেকে সুব্রত মণ্ডল এবং শান্তিপুর থেকে ব্রজকিশোর গোস্বামী। এদিনও হাজির ছিলেন প্রধান বিরোধী দল বিজেপির কোনও বিধায়ক। যা মোটেও ভালভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনাও শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়।