ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঠাকুরপুকুর এলাকার ঘটনা। শনিবার দুপুরে  বাড়ি থেকে টিউশনে যাওয়ার জন্য বেরিয়েছিল ১৬ বছরের মেয়েটি। কিন্তু পড়ে বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তা বাড়ে। যোগাযোগ করা হয় মেয়ের বন্ধুদের সঙ্গেও। তখনই জানা যায় এক যুবকের সঙ্গে তাকে দেখা গিয়েছে। তখনই তিনি পুলিশের সাহায্য নেন। তার পরই পুলিশ খোঁজ শুরু করেন। জেমস লং সরণি ও এমজি রোড সংযোগস্থল লাগোয়া জায়গায় এক কিশোরীকে বসে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাড়িতে খবর যায়। পরিবারের তরফে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।  এই যুবক ওই কিশোরীর পরিচতি হওয়ায় সহজেই তাঁকে খুঁজে বের করে পুলিশ। যুবকের নাম অনুপ হালদার।