এমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে তাঁর ছেলে। মন্টু সিংয়ের বয়স ৪০-এর কাছাকাছি। রবিবার ছেলের বেডের পাশেই ছিলেন তাঁর মা কাজল সিং। মধ্যরাতে ছেলের পাশ থেকে উঠে গিয়ে হাসপাতালে তিন তলার ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। জানা গিয়েছে কাজল সিং মানসিক ভারসাম্যহীন ছিলেন। অস্বাভিব মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রশ্ন উঠছে মানসিক ভারসাম্যহীন হওয়া স্বত্বেও তাঁকে কেন অসুস্থ ছেলের সঙ্গে হাসপাতালে রেখে দেওয়া হল। মানসিক কারণেই আত্মহত্যা করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।