ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর জম্মু ও কাশ্মীর সদর দফতরের কাছে চিন নির্মিত একটি অ্যাসল্ট রাইফেলের স্কোপ পাওয়া গিয়েছে। জম্মু অঞ্চলের আসরারাবাদে ছয় বছর বয়সী একটি ছেলেকে স্কোপটি নিয়ে খেলতে দেখা যায়, এরপর পুলিশ তার বাবা-মাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারটি জানিয়েছে, ছেলেটি আজ সকালে কাছের একটি আবর্জনার স্তূপ থেকে এটি খুঁজে পেয়েছে। পুলিশ জানিয়েছে, স্নাইপার রাইফেলের সঙ্গেও সংযুক্ত করা যায় এমন চিন নির্মিত স্কোপটি উদ্ধারের পর জম্মু অঞ্চলের সিধরা এলাকায় তল্লাশি চালানো হয়। চিন নির্মিত অস্ত্রের এই সরঞ্জামটি যেখানে পাওয়া গিয়েছে, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও যান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্কোপটি উদ্ধারের ঘটনায় সাম্বা জেলা থেকে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।