জম্মু-কাশ্মীরে খাদে বাস, মৃত ১১

বড় দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের ডোডা জেলার থাতরি এলাকায়। একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই খাদে পড়ে যায়। অনেক যাত্রী ছিলেন সেই বাসে। ইতিমধ্যেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন ১২ থেকে ১৫ জন। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় লোকজন। এর প্রশাসন পৌঁছলে উদ্ধার করহা হয় মৃত ও আহতদের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পাহাড়ে কোনও একটা বাঁক ঘুরতে গিয়েই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লেখেন, ‘‘ডোডার থাতরিতে দুর্ঘটনায় আমি দুঃখিত। মৃতদের পরিবারের জন্য সমবেদনা। যাঁরা আহত তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থণা করছি।’’ প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে নিহতদের ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।