জর্জিয়ায় ভারতীয় পরিবারের চারজন খুন

আমেরিকায় বসবাসকারী একটি ভারতীয় পরিবারে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সেই পরিবারেরই বাচ্চারা, যেখানে পারিবারিক বিবাদ প্রাণঘাতী রূপ নেয়। জর্জিয়ায় বিজয় কুমার নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ভারতীয় বংশোদ্ভূত তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আটলান্টার শহরতলি লরেন্সভিল শহরের বাড়িতে যখন এই গুলির ঘটনা ঘটে, তখন সেখানে তাদের সন্তানরাও উপস্থিত ছিল। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে তিনজন খুনির থেকে বাঁচতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়েছিল এবং তাদের মধ্যে একজন, যে নাকি অভিযুক্তের সন্তান, সে ৯১১ নম্বরে ফোন করতে সক্ষম হয়। গুইনেট কাউন্টি পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন কুমারের স্ত্রী ৪৩ বছর বয়সী মীনু ডোগরা, ৩৩ বছর বয়সী গৌরব কুমার, ৩৭ বছর বয়সী নিধি চন্দর এবং ৩৮ বছর বয়সী হরিশ চন্দর। গুলির ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। স্থানীয় সময় আনুমানিক রাত ২:৩০ মিনিটে স্থানীয় পুলিশ ব্রুক আইভি কোর্টের ১০০০ ব্লকের একটি ফোন কলের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে পৌঁছে তারা বাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখতে পায়।