নিয়োগ দুর্নীতি মামলায় গত প্রায় সাড়ে তিন বছর ধরে জেলেই কেটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শেষ পর্যন্ত জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেন তিনি। মুক্তির সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে হুইল চেয়ারেই বাইরে বেরলেন। তাঁকে স্বাগত জানাতে হাসপাতালের বাইরে হাজির হয়েছিলেন তাঁর অনুগামীরা। তাঁর নামে স্লোগান শুনে চোখের জল সামলাতে পারলেন না তিনি। সেখান থেকে তিনি সোজা চলে যান তাঁর নাকতলার বাড়িতে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসকরা। এর পর কী কী আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হবে তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে।