স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য রাশিয়া যাওয়া গুজরাটের এক যুবক একটি ভিডিও বার্তায় সবাইকে অনুরোধ করেছেন যাতে কেউ কোনও অবস্থাতেই রুশ সেনাবাহিনীতে যোগ না দেন। তিনি দাবি করেছেন, একটি মিথ্যা মাদক মামলায় ব্ল্যাকমেইল করে তাঁকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। সাহিল মহম্মদ হুসেন নামের ওই ছাত্র ইউক্রেনে করা একটি ভিডিওতে এই আবেদন জানিয়েছেন, যেখানে ইউক্রেনীয় বাহিনী তাঁকে আটক করার পর রেখেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ কর্তৃক শেয়ার করা ভিডিওটিতে গুজরাটের মোরবির বাসিন্দা সাহিল মহম্মদ হুসেন ভারত সরকারের কাছে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন। তিনি বলেন, রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি তিনি একটি কুরিয়ার ফার্মে পার্টটাইম কাজ করতেন। তিনি অভিযোগ করেন, রাশিয়ার পুলিশ তাঁকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয় এবং রুশ সেনাবাহিনীতে যোগ দিলে মামলাটি তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।