জ্ঞ্যান হারিয়ে মঞ্চ থেকে নিচে পড়ে গেলেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সুইডেনের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান কথা বলার সময় হঠাৎই মঞ্চ থেকেপড়ে যান। ৪৮ বছর বয়সী এই মন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস দলের নেতা এব্বা বুশের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যখন এই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই মুহূর্তের ফুটেজে দেখা যাচ্ছে যে মিসেস ল্যান আরেকজনের কথা মনোযোগ দিয়ে শুনছেন, তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং কেউ ধরার আগেই মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি।  ভিডিওতে দেখা গিয়েছে যে মিসেস বুশ তাঁকে ধরার চেষ্টা করার জন্য এগিয়ে যান কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। ল্যান পরে যাওয়ার পর মিসে বুশই সর্ব প্রথম তাঁকে অজ্ঞ্যান অবস্থায় সোজা করে শোয়ান। তার পর সবাই এগিয়ে আসেন, সেখানে সাংবাদিকরাও ছিলেন। জানা গিয়েছে সুগার ফল করার জন্যই এমনটা হয়েছে। এছাড়া আর কোনও তথ্য পাওয়া যায়নি তাঁর সম্পর্কে।