জ্বরে আক্রান্ত নীরজ চোপড়া

টোকিও থেকে সোনা নিয়ে ফিরেছেন নীরজ চোপড়া। তার পর থেকে শুধুই ভেসেছেন সংবর্ধনার জোয়ারে। কিন্তু এই মুহূর্তে জ্বরে আক্রান্ত দেশের সোনার ছেলে। অ্যাথলেটিক্সে সোনা জিতে ভারতীয় ক্রীড়ায় রেকর্ড তৈরি করা নীরজ চোপড়াই দ্বিতীয় অ্যাথলিট যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। এর আগে এই কৃতিত্ব একমাত্র ছিল শুটার অভিনব বিন্দ্রার। কিন্তু আপাতত গৃহবন্দি তিনি। গত দু’দিন ধরে জ্বরের সঙ্গে রয়েছে গলা ব্যথাও। দুটোই ইঙ্গিত করে কোভিডের দিকে। কিন্তু কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। শুক্রবার হরিয়ানা সরকারের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেই তিনি না যাওয়ায় শুরু হয় খোঁজ। তখনই জানা যায় জ্বরে আক্রান্ত তিনি। এবং সেই জ্বর কমছে না বলেই জানিয়েছেন তাঁর পরিবারের এক ঘনিষ্ঠ। এই পরিস্থিতি থাকলে ১৫ অগস্ট লালকেল্লার অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কোনও সম্ভাবনা নেই।