মাতঙ্গিনী হাজরা অসমের বলে বিপাকে মোদী

লালকেল্লায় ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরই শুরু হয়ে যায় বিতর্ক। স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের কথা বলতে গিয়েই উঠে আসে তাঁর প্রসঙ্গ। মাতঙ্গিনী হাজরা যে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তা হয়তো তিনি জানতেন না। কিন্তু তিনি যে অসমের তা কী করে প্রধানমন্ত্রী জানলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল। কুনাল ঘোষ টুইটে লেখেন, ‘‘না জেনে অন্যের লিখে দেওয়া ভাষণ পড়লে এমনই হয়। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিৎ।’ দিলীপ ঘোষ অবশ্য এটিকে ছোট ভুল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।