টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক ২০ বছর বয়সী ভারতীয় ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ জনসাধারণের কাছে সাহায্য চাইছে। শিবঙ্ক অবস্থি নামের ওই ডক্টরেটের ছাত্রকে মঙ্গলবার গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এটি টরন্টোর এই বছরের ৪১তম খুনের ঘটনা। বুধবার এক সরকারি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “মঙ্গলবার আনুমানিক বিকেল ৩:৩৪ মিনিটে, পুলিশ হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় একটি গন্ডোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গুরুতর আহত এক ব্যক্তির খবর পেয়ে সেখানে যায়। কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে। যদিও ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা এলাকা থেকে পালিয়ে যায়।”