মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পল গত রাতে একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন, যখন এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।পল ২০২৩ সালে হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি করার পর উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ছয় মাস আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পাশাপাশি একটি গ্যাস পাম্পে পার্টটাইম কাজ করছিলেন সঙ্গে চাকরির খোঁজও করছিলেন। ছাত্রটির পরিবার তাদের ছেলের মৃতদেহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছে। বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও আজ হায়দরাবাদে ছাত্রটির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। এটিকে “দুঃখজনক” ঘটনা বলে অভিহিত করে তিনি পলের মৃতদেহ তাঁর নিজ শহরে ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।