ডিব্রুগড় জেলে অমৃতপাল

পঞ্জাব থেকে রবিবার সকালে গ্রেফতার হল খলিস্তানি নেতা অমৃতপাল সিং। কিন্তু নিরাপত্তার কারণে তাঁকে পঞ্জাব বা সংলগ্ন কোনও জেলে রাখা হল না। উড়িয়ে নিয়ে যাওয়া হল অসমে। আপাতত ডিব্রুগড় জেলেই থাকবে অমৃতপাল। রবিবার প্রথমে বিমানে ও পড়ে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সরক পথে তাকে নিয়ে যাওয়া হয় ডিব্রুগড় জেলে। ৩৬ দিন ধরে লুকিয়ে ছিল অমৃতপাল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরে ফেলে পুলিশ। যে গ্রামে সে লুকিয়ে ছিল সেই গ্রাম প্রথমে পুরো ঘিরে ফেলা হয়। তখন তার আর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না।