সোমবার থেকে স্কুল-কলেজ

হঠাৎ পাওয়া ছুটিতে বেশ স্বস্তি মিলেছিল বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। চড়া গরমে রীতিমতো অসুস্থ হয়ে পড়ার জোগাড় হয়েছিল। সেই অবস্থা দেখে তড়িঘড়ি রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একসপ্তাহের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। শনিবার থেকেই বাংলার আবহাওয়া অনেকটাই ভাল হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তার পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার। গত রবিবার ছুটির নোটিসের সঙ্গেই আগামী সোমবার থেকে স্কুল খোলার কথাও বলা ছিল। কিন্তু নতুন করে কোনও নোটিস না আসায় কিছুটা বিভ্রান্তি ছড়ায়। শেষ পর্যন্ত জানা গেল সোমবার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান।