নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পের কবলে নিউজিল্যান্ড। সোমবার সকালে কেঁপে ওঠে দেশের একাংশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২। উৎসস্থল কার্মাডেক আইল্যান্ড। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে সেখান থেকে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খয়ক্ষতি না হওয়ার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে কার্মাডেক দ্বীপে মানুষের বসবাস নেই। বিজ্ঞানীরা তাঁদের রিসার্চের কাজে যান মাঝে মাঝে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় ভূমিকম্প হলে তার পর সুনামির একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু নিউজিল্যান্ডের প্রশাসন এখনওকোনও সুনামি সতর্কতা জারি করেনি বলেই খবর। তবে সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।