ড্রোনে করে পেনশন সোজা বাড়িতে

এমন অবাক ঘটনাই ঘটিয়ে ফেলেছে ওড়িশা। ড্রোন মানেই মনে হয় কোনও খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা পুরো উল্টো। গ্রামের আকাশ পথে উড়তে উড়তে ড্রোন যখন আপনার বাড়ির ছাদে ল্যান্ড করবে তখন দেখবেন,তাতে রয়েছে আপনার পেনশনের টাকা। আপনাকে আর অনেক দূরের ব্যাঙ্কে যেতে হচ্ছে না। ওড়িশার জঙ্গলেঘেরা ভুটকাপাড়া গ্রামে এভাবেই পৌঁছচ্ছে সরকারি পেনশনের টাকা। হেতারাম নামে এক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা থাকা স্বত্বেও তাঁকে টাকা তুলতে যেতে হত সেই পঞ্চায়েত অফিসে। তিনি যাতে সহজে টাকা হাতে পান সে কারণেই এই ব্যবস্থা। স্থানীয় সরপঞ্চের এমন ভাবনাই উৎফুল্ল গ্রামবাসীরা।