ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূলের যুবনেতারা। যার তীব্র নিন্দা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরই রবিবার ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আগেই তিনি জানিয়েছিলেন, এভাবে তাঁদের আটকানো যাবে না। তিনিও বাধার মুখে পড়েছিলেন সেখানে গিয়ে। তখনই জানিয়ে এসেছিলেন, আবার ত্রিপুরায় যাবেন তিনি, কেউ আটকানোর হলে আটকে নিক। কিন্তু সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে তা কে জানত। টুইট করে অভিষেক লেখেন, ‘‘প্রতিটি তৃণমূল কর্মী যাঁদের উপর আক্রমণ চালিয়েছে ত্রিপুরার বিজেপি গুন্ডারা তাঁদের পাশে দাঁড়াতে আমি রবিবার ত্রিপুরায় আসছি। আমি কথা দিচ্ছি, রক্তের শেষ বিন্দু দিয়ে আমি লড়াই করব। যদি পার আটকাও আমাকে।’’