জানা গিয়েছে, গোয়ায় তাদের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হওয়ার পর ভারত থেকে পালিয়ে যাওয়া দিল্লির দুই ভাই সৌরভ এবং গৌরব লুথরাকে থাইল্যান্ডে আটক করা হয়েছে। দিল্লির এই রেস্তোরাঁ মালিকরা, যাদের ২২টি শহর এবং চারটি দেশে ‘রোমিও লেন’ চেইনের শাখা রয়েছে, উত্তর গোয়ার আরপোরা গ্রামের তাদের নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরেই থাইল্যান্ডের ফুকেট পালিয়ে যায়। এই দুই ভাইয়ের বিরুদ্ধে অপরাধমূলক গনহত্যা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এখন তাদের গোয়ায় বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার জন্য চাপ দেবে। ইতিমধ্যেই তাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে গোয়ার নাইটক্লাবটিতে আগুন লাগার পর ২৫ জনের মৃত্যু এবং আরও ছয়জন আহত হন। সেদিন সন্ধ্যায় ক্লাবটিতে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং বেশিরভাগই পর্যটকসহ প্রায় ১০০ জন সেখানে দারুণ সময় কাটাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, একজন নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পীরা বলিউডের জনপ্রিয় গানে পারফর্ম করছেন। পারফরম্যান্সের সময় বৈদ্যুতিক আতশবাজি ব্যবহার করা হয়েছিল এবং সম্ভবত এটিই আগুনের কারণ।