দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের পাশে ধস

বরাহনগর স্টেশনের অদূরেই মেট্রো লাইনের পাশে ২০০ মিটার এলাকাজুড়ে ধস নামায় মেট্রো চলাচলে সমস্যা তৈরি হয়েছে। পরিষেবা ব্যহত না হলেও ধীর গতিতে চলছে মেট্রো। যুদ্ধকালীন তৎপড়তায় চলছে মেরামতির কাজ। আপাতত বালির বস্তা এবং বোল্ডার দিয়ে জায়গাটাকে বিপদমুক্ত করার চেষ্টা করা হয়েছে। চলছে ধস মেরামতির কাজ। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। ভাসছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চল। তারই প্রভাবে মেট্রো লাইনের পাশের অংশের মাটিতে আলগা হয়ে গিয়ে এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকেই মেট্রো রেল ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছিল। অফিস টাইমে দুটো মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমানোর কথা ছিল। কিন্তু মন্থর গতিতে মেট্রো চলায় তাতে সমস্যা হতে পারে।