বর্ণপরিচয় উপহার পেলেন দিলীপ ঘোষ

তাঁর বানান বিভ্রাট নিয়ে গত কয়েকদিন বেশ খানিকটা রসিকতায় মেতেছে রাজ্য থেকে দিল্লির রাজনীতি। কন্যাশ্রীর বিরোধিতা করতে গিয়ে প্ল্যাকার্ডে কন্যাশ্রী বানান চমকে যাওয়ার মতো। আর তার পর থেকেই শুরু হয়েছে আক্রমণ। যার ফলে বিজেপির অন্দরে বেড়েছে অস্বস্তি। আর এবার তো কংগ্রেস নেতা কৌস্তব বাগচী দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দিয়ে বসলেন। যে বর্ণপরিচয় দিয়েই সব বাঙালির বাংলা ভাষায় হাতেক্ষরী হয়। এবার সেই বর্ণপরিচয়ের পিডিএফ কপি ই-মেল করলেন তিনি। তিনি জানিয়েছেন, সংসদের বাইরে বিজেপি নেতাদের প্রতিবাদের সময় তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা বাংলা ভাষা বাঙালির লজ্জা। তাই বর্ণপরপিচয় পাঠানোটা তিনি তাঁর দায়িত্ব মনে করেছেন। তিনি নাকি স্পিডপোস্টে বইটিও পাঠিয়েছেন।