দিল্লির চিত্তরঞ্জন পার্কে এনকাউন্টার

দিল্লির চিত্তরঞ্জন পার্ক সেখানকার বাঙালিদের জায়গা। এক কথায় দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত এলাকা এই সিআর পার্ক। শান্তিপ্রিয়ও বটে। কিন্তু শুক্রবার সাত সকালে সেখানেই চলল গুলি। পুলিশ-দুষ্কৃতি গুলি বিনিময়ে কেঁপে উঠল এলাকা। রাস্তার মাঝে চলল গুলি বিনিময়। গত কয়েকদিন ধরে দক্ষিণ দিল্লির বিভিন্ন অংশে চুরির ঘটনা ঘটছিল। অনেক অভিযোগও জমা পড়ছিল। সুযোগের অপেক্ষায় ছিল দিল্লি পুলিশ। এদিন সকালে খবর পায় সিআৱ পার্কে রয়েছে এই গ্রুপটি। পুলিশ দেখে পালাতে শুরু করে তারা। তখনই পাল্টা গুলি চালায় পুলিশ। সংগ্রাম বলে এক দুষ্কৃতির পায়ে গুলি লাগে। তাকে ধরে ফেললেও বাকিরা এখনও পলাতক।  হাসপাতালে ভর্তি করা হয়েছে সংগ্রামকে।