দিল্লি দূষণে মাস্ক যথেষ্ট নয়, বলছে সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দিল্লির উচ্চ দূষণের মাত্রা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং সিনিয়র আইনজীবীদের ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হতে বলেছে কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছে এই দূষণে মাস্ক পরা যথেষ্ট নয়। বায়ু দূষণ পরিস্থিতিকে “অত্যন্ত গুরুতর” বলে বর্ণনা করে শীর্ষ আদালত জিজ্ঞাসা করেছে যে ভিডিও কনফারেন্সিং সুবিধা থাকা সত্ত্বেও সিনিয়র আইনজীবীরা কেন সশরীরে উপস্থিত হয়েছিলেন। “আপনারা সবাই এখানে কেন উপস্থিত হচ্ছেন? আমাদের একটি ভার্চুয়াল শুনানির সুবিধা আছে। দয়া করে এটি ব্যবহার করুন। দূষণ – এটি স্থায়ী ক্ষতির কারণ হবে,” বিচারপতি পিএস নরসিমা তীব্র সুরে সিনিয়র আইনজীবীদের উদ্দেশে বলেন।