দুবাই থেকে চাকরি শেষে বেঙ্গালুরুতে ফিরে, রবিবার এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করার পর নিজে আত্মহত্যা করে। ৩০ বছর বয়সী ধর্মশীলম দুবাইতে রাজমিস্ত্রির কাজ করত, আর তার ২৭ বছর বয়সী স্ত্রী মঞ্জু বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। এই দম্পতি ২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এবং তাদের কোনও সন্তান ছিল না। তারা মহিলার বাবা পেরিয়াস্বামীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার রাত ৯.৩০ টার দিকে পেরিয়াস্বামী দম্পতির মৃতদেহ দেখতে পান। মঞ্জুর দেহ বিছানায় পড়েছিল এবং তাঁর শরীরে ছুড়ির আঘাত ছিল, ধর্মশীলম নাইলনের দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।