দূষণ আপ সরকারের দায়, দাবী দিল্লির পরিবেশ মন্ত্রীর

মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জাতীয় রাজধানীর বায়ুমানের অবনতির জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জনগণের উদ্বেগের কথা স্বীকার করলেও, এর দায়ভার মূলত পূর্ববর্তী সরকারের ওপর চাপিয়ে দিয়েছেন। একটি সাংবাদিক সম্মেলনে সিরসা বলেন, “আমি দিল্লির জনগণের কাছে ক্ষমা চাইতে চাই এবং বলতে চাই যে, কোনও নির্বাচিত সরকারের পক্ষেই ৯-১০ মাসের মধ্যে দূষণের মাত্রা সম্পূর্ণভাবে কমানো সম্ভব নয়।” এভাবে তিনি চলতি সঙ্কটকে তার প্রশাসনের ব্যর্থতা হিসেবে না দেখে একটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য সমস্যা হিসেবে তুলে ধরেন। মন্ত্রী এই সুযোগে পূর্ববর্তী আম আদমি পার্টি (আপ) সরকারের সমালোচনা করে বলেন, “আমরা অসাধু আপ সরকারের চেয়ে ভালো কাজ করছি এবং আমরা প্রতিদিন বায়ুমানের সূচক (AQI) কমিয়েছি। দূষণের এই রোগটি আপ আমাদের দিয়েছে এবং আমরা এটি ঠিক করার জন্য কাজ করছি।”