সন্তান বিদেশে থাকেন, আর বাবা, মা দেশে। এই পরিস্থিতিতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতাশায় ভোগেন প্রায় সবাই। তা বলে অসুস্থ স্বামীর সামনেই এভাবে গায়ে আগুন লাগিয়ে শেষ করে দেওয়ার মতো ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। বেহালার পর্ণশ্রীতে স্ত্রীর সঙ্গে থাকতেন মৃণালকান্তি পাল। গৃহকর্তা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাদের সন্তান থাকেন বিদেশে। একদিকে স্বামীর অসুস্থতা ও অন্যদিকে সন্তানের সঙ্গে ভৌগলিক দূরত্ব, যাতে হতাশ হয়েছিলেন স্ত্রী। যার ফলে মানসিক অবসাদ গ্রাস করেছিল বৃদ্ধাকে। বুধবার রাতে হঠাৎই দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। স্বামী কিছু বুঝতে পারার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে তাঁর শরীর। কোনও রকমে তা নিভিয়ে পাড়ার লোকেদের সাহায্যে হাসপাতালে নিয়ে মৃত্যু হয় তাঁর। বাড়ি থেকে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাতে হতাশা, একাকিত্বের কথাই লেখা রয়েছে। তা বলে এমন মর্মান্তিক সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কেউই।