দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখি

প্রতিদিনই হুহু করে বাড়ছে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। গতকালের পরিসংখ্যানে সেটা ছিল ৪ হাজার ৪৩৫। প্রতিদিনই এক হাজার করে সংযোজন হচ্ছে আক্রান্তের সংখ্যায়। যার ফলে মোট অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৮৭। এই মুহূর্তে দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত কেরালায়। তার পরই রয়েছে মহারাষ্ট্র। ধির গতিতে হলেও বাড়ছে করোনা। যে সব রাজ্যগুলো বেশি আক্রান্ত তাদের অফিশিয়ালি না হলেও বেশ কিছু বিধি নিষেধ ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায়ও বসেছেন। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই ভাল।