লোকাল ট্রেন যাত্রীদের আবার ভোগান্তি

গত মার্চ মাসটা পুরোই প্রায় রীতিমতো যুদ্ধ করতে হয়েছে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীদের। আবারও সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। আগামী শনি ও রবিবার মেইন বনগাঁ লাইনে মেরামতির কাজ চলবে। সে কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে দূরপাল্লার ট্রেনের। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাতে এক জোড়া করে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাতিল থাকছে। রবিবার সকালে মোট তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট, দু’জোড়া শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল‌্যাণী সীমান্ত, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল বাতিল থাকবে। এক জোড়া শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে ও একটি কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।