দেশে ফিরতেই গ্রেফতার লুথরা ব্রাদার্স

গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবের মালিক লুথরা ব্রাদার্স গৌরব ও সৌরভকে মঙ্গলবার থাইল্যান্ড থেকে দিল্লিতে আনা হয়েছে। এই নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যের অন্যতম ভয়াবহ এই নাইটলাইফ ট্র্যাজেডির তদন্তে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। দিল্লি বিমানবন্দর থেকে গোয়া পুলিশ তাদের গ্রেফতার করেছে। থাইল্যান্ড থেকে দুই ভাই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার। কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের সঙ্গে দিল্লিতে পৌঁছায়, যেখানে গোয়া পুলিশের একটি দল আনুষ্ঠানিক গ্রেফতারের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইমিগ্রেশন এলাকায় উপস্থিত ছিল।