রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৫ জন। কলকাতায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ২০০-র উপরেই রয়েছে। শুক্রবার মহানগরীতে আক্রান্ত হয়েছেন মোট ২০৩ জন। জেলাভিত্তিক তালিকায় এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তার পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬৮), হাওড়া (৬২), হুগলি (৪৬)।