দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ জয় দিয়েই শুরু করেছিল ভারত। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ওডিআই সিরিজের পর টি২০ সিরিজ ছিল ভারতের সামনে টেস্ট সিরিজ বদলার মঞ্চও সঙ্গে আগামী বছর টি২০ বিশ্বকাপের ট্রায়াল রানও বটে। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ভারত। চন্ডীগড়ে দ্বিতীয় টি২০-তে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেটে ২১৩ রান করে থামে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ভারত পাঁচ বল বাকি থাকতেই ৫১ রানে হেরে যায়। এই জয়ের সঙ্গেই সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।