পোল্যান্ডের চোরজোতে অনুষ্ঠিত মেমোরিয়াল জানুসজ কুসোসিনস্কিগোতে নীরজ চোপড়াকে দ্বিতীয় হয়েই থাকতে হল। নীরজ তাঁর ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার থ্রো করে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের কাছ থেকে দ্বিতীয় স্থান ছিনিয়ে নেন। জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর প্রথম থ্রোতে ৮৬.১২ মিটারের সেরা থ্রো দিয়ে সোনা জিতে নেন। গত সপ্তাহে ডায়মন্ড লিগ দোহা লেগেও নীরজকে জার্মানির জুলিয়ান ওয়েবারের কাছে হেরেই দ্বিতীয় হতে হয়েছিল। ৯০ মিটার থ্রো করেও প্রথম হওয়া হয়নি। ওয়েবার তাঁর শেষ প্রচেষ্টায় ৯১.০৬ মিটারের অসাধারণ থ্রোয়ের মাধ্যমে জয়লাভ করেন।