এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যে যে ক’টি ধর্ষণকাণ্ডের তদন্ত চলছে তাতে নজরদারীর দায়িত্বে থাকবেন আইপিএস দময়ন্তী সেন। তাঁর নিরপেক্ষতার উপর ভরসা রাখছে আদালত বলেই বিচারপতিরা জানিয়েছেন। দময়ন্তী সেনের নাম উঠে আসতেই উদাহরণস্বরূপ সকলেরই মনে পড়ে যায় পার্কস্ট্রিট কাণ্ডের কথা। সেই ইতিহাসকে মনে রেখেই আদালত তাঁর উপর ভরসা রাখছে বলে মনে করা হচ্ছে। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির ঘটনা সম্প্রতি রাজ্যকে রীতিমতো বড় ধাক্কা দিয়েছে। তবে আদালত জানিয়েছে দময়ন্তী সেন যদি এই দায়িত্ব নিতে রাজি না হন তাহলে তিনি তা সরাসরি আদালতকে জানাতে পারেন। প্রসঙ্গত, এই মুহূর্তে তিনি কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে রয়েছেন।