কালিম্পংয়ের ২৯ মাইলে ধসে বাংলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের সব যোগাযোগ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। যার ফলে ১০ নম্বর জাতীয় সরকে এই ধস নামে। যার পথে সরক পথে বাংলা, সিকিম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শিলিগুড়ি ও কালিম্পংয়ের মধ্যও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দু’প্রান্তেই আটকে পড়ে অনেক গাড়ি। এখন পাহাড়ে পর্যটকের যাতায়াতও শুরু হয়েছে। যার ফলে অনেকেই বিপদে পড়েন। ধস সরানোর কাজে বার বার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। কিছুটা পরিষ্কার করে ছোট গাড়িগুলোকে কোনও রকমে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়। আপাতত বৃষ্টি চসবে উত্তরবঙ্গে।