পশ্চিম জার্মানির একজন নার্সকে ১০ জন রোগীকে হত্যা এবং ২৭ জনকে প্রাণঘাতী সিডেটিভ এবং ব্যথানাশক ওষুধ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করার পর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নার্স রাতের শিফটে কাজের চাপ কমাতে রোগীদের, যাদের বেশিরভাগই বয়স্ক, তাদের ব্যথানাশক অসুধ খাইয়ে খুন করেছে বলে দাবি করা হয়েছে। পশ্চিম জার্মানির উয়েরসেলেনের একটি হাসপাতালে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তকারীরা তার কর্মজীবনের সময় আরও বেশ কয়েকটি সন্দেহজনক মামলা তদন্ত করছেন বলে জানা গিয়েছে। আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, অপরাধটি বিশেষভাবে গুরুতর বলে প্রমাণিত হয়েছে, যার অর্থ ১৫ বছর পরে নার্সের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম, যা জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সর্বনিম্ন সময়।