নিউইয়র্কে ট্যুরিস্ট বাস দুর্ঘটনায় মৃত পাঁচ

শুক্রবার নিউ ইয়র্ক স্টেট হাইওয়েতে একটি পর্যটক বাস বড় দুর্ঘটনার কবলে পড়ে। যে বাসে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকও ছিল। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে পর্যটকরা নিউ ইয়র্ক সিটিতে ফিরে যাওয়ার সময় বাফেলো থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) পূর্বে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ভারতীয়, চীনা এবং ফিলিপিনো বংশোদ্ভূত। “মনে করা হচ্ছে অপারেটর বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন,” নিউ ইয়র্ক স্টেট পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সংখ্যা জানান।আর কেউ প্রাণঘাতী অবস্থায় ছিল না, রে বলেন। বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে দুর্ঘটনার সময় বাসটিতে ৫৪ জন ছিলেন এবং কোনও শিশু নিহত হয়নি, পূর্ববর্তী পুলিশ ব্রিফিংয়ের সঙ্গে কিছুটা অমিলও দেখা যায়।