নিউ গড়িয়ায় স্বামীর সামনেই খুন বৃদ্ধা!

নিউ গড়িয়ায় নিজের বাড়িতেই খুন হলেন বৃদ্ধা। হাত, পা বাধা অবস্থায় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেখানেই ছিলেন সেই বৃদ্ধার স্বামী।  যা খবর, তাতে শুক্রবার প্রতিদিনের মতো বাড়ির পরিচারিকা কাজ করতে সেখানে পৌঁছলেও কেউ দরজা খোলেনি। বার বার বেল বাজানো স্বত্ত্বেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়‌নি। তার পরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে দু’জনকে। সিঁড়ির সামনেই পড়েছিল বৃদ্ধার দেহ। বৃদ্ধ পড়েছিলেন ভিতরে। তবে তিনি এতটাই আতঙ্কিত হয়ে রয়েছেন যে এখনও কিছু বলতে পারেননি। বৃদ্ধার দেহ নিয়ে যায় পুলিশ। বৃদ্ধকে এক আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে বৃদ্ধার গায়ের সব গয়না চুরি গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কাটা ছিল বাড়ির বিদ্যুৎ ও সিসিটিভর সংযোগ। এই দম্পতির ছেলে থাকেন ভীন রাজ্যে এবং মেয়ে বিদেশে। তাদের খবর দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।